Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

SHWAT-211 (2)

খােলা বাজার২৪।। বুধবার, ২৬ এপ্রিল ২০১৭: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু করেছে সোয়াত সদস্যরা।

এর আগে বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যায় পুলিশের বিশেষ বাহিনী সোয়াত।

অভিযানের অংশ হিসেবে দুপুর ২টার দিকে শিবগঞ্জ ও নাচোল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুটি অ্যাম্বুলেন্সও আনা হয়।

উল্লেখ্য, বুধবার ভোর সাড়ে ৫টা থেকে মোবারকপুরের শিবনগর এলাকার বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। ঘেরাও করার পরপরই কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।