Tue. Sep 16th, 2025
Advertisements

images

খােলা বাজার২৪।। বুধবার, ২৬ এপ্রিল ২০১৭: আজ ২৬ এপ্রিল ২০১৭, ৫২’র অগ্নিগর্ভ চেতনাকে ধারণ করে জন্ম নেয়া অসাম্প্রদায়িক প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের অংশ হিসেবে ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদ প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত করে। সমাবেশ চলাকালীন সময়ে বাঙালি ছাত্র পরিষদের পরিচয়ধারী কতিপয় সন্ত্রাসী ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদের উপর হামলা করে ও সমাবেশের ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে। হামলায় আহত হন রাঙামাটি শহর সংসদের সভাপতি নোবেল বড়–য়া, সাধারণ সম্পাদক প্রান্ত রনি, সহ-সভাপতি শান্ত বড়–য়া। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ ও সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, হামলা করে কখনও প্রগতির কণ্ঠস্বরকে রুদ্ধ করে রাখা যায়নি। যারা এই হামলা পরিচালনা করেছে তারা ছাত্র ইউনিয়নের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের দাবি ও কণ্ঠস্বরের ভয়ে ভীত। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।