Wed. Sep 17th, 2025
Advertisements

image-31766-500x350

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭: প্রত্যেক বছরের ন্যায় এ বছরও ঠাকুরগাঁও জেলাধীন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, শিক্ষাবিদ মনতোষ কুমার দে, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি পরিচালক হাবিবুল্লাহ সিদ্দিক।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলার মধ্যে শ্রেষ্ঠ ১০ জন শিক্ষার্থী ও ৫ জন শ্রেষ্ঠ শিক্ষিকাকে পুরস্কার হিসেবে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।

পরে শিক্ষা উপকরণ রাখার জন্য এ কার্যক্রমের ১২৪টি শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের একটি করে ট্রাঙ্ক প্রদান করা হয়।