Tue. Sep 16th, 2025
Advertisements

2kখােলা বাজার২৪।। শনিবার, ২৯ এপ্রিল ২০১৭: ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন উড়িয়ে দেওয়ার হুমকিদাতা তৌসিফ হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার তৌসিফকে আদালতে হাজির করে গুলশান থানায় দায়ের করা তথ্যপ্রযুক্তি ও পেনালকোড আইনের মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকতা এসআই আসাদুজ্জামান।

শুনানি শেষে মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী তিনদিনের রিমান্ডের আদেশ দেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর রামপুরার বনশ্রী এলাকা থেকে তৌসিফ হোসেনকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে ‘ই-মেইল বার্তায় গুলশান-২ এ অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে বোমা মেরে কার্যালয় উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়।