Sat. Sep 20th, 2025
Advertisements

9kখােলা বাজার২৪।। রবিবার, ৩০ এপ্রিল ২০১৭: আগামী সাত মে স্পেশাল জেনারেল মিটিং (এসজিএম) ডেকেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেদিনের সভা শেষেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অংশ নিবে কিনা তা চূড়ান্ত হবে।

ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই-এর এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার দুবাইতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় ভোটাভুটিতে ভরাডুবি হয়েছে ভারতের। প্রস্তাবিত তিন মোড়ল দেশের জন্য বিতর্কিত লভ্যাংশ নীতির ক্ষেত্রে তাদের দেওয়া প্রস্তাব ৮-২ ভোটে বাতিল হয়। এছাড়া গঠনতন্ত্র পুনর্গঠনের ভোটের ফলও বিপক্ষে গেছে ভারতের।

এমন অবস্থায় ভারত আগামী এক জুন থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করতে পারে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছিলো। তবে জানা গেছে, আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত থেকে সরে আসছে বিসিসিআই! নিজেদের স্বার্থের কারণেই বৈশ্বিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চায় ভারত।

এ প্রসঙ্গে বিসিসিআই-এর শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা এসজিএমে বসে দল নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জনের সিদ্ধান্ত আমাদের ঘরকেই ভেঙে দিবে। সামান্য কারণের জন্য আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জন করতে পারি না। এতে আমাদেরই ক্ষতি হতে পারে। ক্ষতির অঙ্কটা দুই হাজার কোটি রূপির মত। যদি বোর্ড এ সিদ্ধান্ত নেয় এবং বিদেশি বোর্ডগুলো আইপিএলে খেলোয়াড় পাঠাতে অস্বীকৃতি জানায় তখন ক্ষতি আমাদের হবে। আইপিএলের দরজা তখন বন্ধ হয়ে যাবে। এতে পুরো ক্ষতি হবে বিসিসিআইয়ের ।’

এসজিএম শেষে ইতিবাচক ফল দেবার আশা প্রকাশ করেছেন বিসিসিআইয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বিনোদ রায়ও। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমরা বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ও সেক্রেটারিকে এসজিএমে রাজি করানোর চেষ্টা করব। আশা করছি ইতিবাচক কোনো ফল দিতে পারব।’