Wed. Sep 17th, 2025
Advertisements

27kখােলা বাজার২৪।। রবিবার, ৩০ এপ্রিল ২০১৭: কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৮ আর গ্যালাক্সি এস৮ প্লাস বাজারে ছেড়েছে। এই দুটি ফোন নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছে। ভক্তরা দিন গুনেছেন হাতে পাওয়ার অপেক্ষায়। কিন্তু এদের নিয়ে উন্মাদনা শেষ হতে না হতেই আরেকটি ফোন বাজারে আনলো স্যামসাং। এটি অবশ্য কম বাজেটের ফোন, হাতের নাগালেই থাকবে দাম। আপাতত আমেরিকার বাজারে ছাড়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি জে৩ প্রাইম। ১৫০ ডলার মূল্যের ফোনটি এসেছে অ্যান্ড্রয়েড ৭.০ নুগেট নিয়ে।

গ্যালাক্সি জে৩ প্রাইমে আছে ৫ ইঞ্চি এইচডি পর্দা। কোয়াড কোর এক্সিনয়েস ৭৫৭০ এসওসি চিটসেটে গতি দিচ্ছে ১.৫ জিবি র‍্যাম। অভ্যন্তরে ১৬জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যোগ হয়েছে এফ/১.৯ অ্যাপারচার। আর সামনে থাকছে ২ মেগাপিক্সেল ক্যামেরা।

এত কম বাজেটের ফোনে স্পেসিফিকেশনগুলো মন্দ নয় বলেই মনে করছেন সবাই। ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে আর নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সত্যিই বাড়তি কিছু।