Wed. Sep 17th, 2025
Advertisements

18157997_437825769894384_6107019523912192831_n

খােলা বাজার২৪।। রবিবার, ৩০ এপ্রিল ২০১৭: ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্দ্যেগে নিয়মিত ভ্রামমান আদালত পরিচালনার অংশ হিসেবে (৩০ এপ্রিল) রবিবার ঠাকুরগাঁও সদর, ভুল্লী বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযানে পণ্যে পাটজাত দ্রব্যের ব্যবহার ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৩ ব্যক্তিকে ৪,৫০০ (চার হাজার পাঁচশত টাকা) জরিমানাসহ মামলা দেন। আদালত পরিচালনা কালে খাদ্যে দ্রব্যে এ্যামোনিয়া সালফেট (সাল্টু) মেশানোসহ পঁচা বাসি বেশ কিছু খাদ্য সামগ্রী জব্দ করেন ভ্রাম্যমান আদালত।
উল্লেখ্য যে, ভ্রাম্যমান আদালত যে কোন একটি প্রতিষ্ঠানে অভিযান চালানোর ফাঁকে পার্শ্ববতী বাকী প্রতিষ্ঠান গুলো বন্ধ করে চলে যায়।
আদালতে উপস্থিত ছিলেন জেলা প্রসাশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব বিতান কুমার মন্ডল, আধুনিক সদর হাসপাতালের স্যানিটারি ইন্সপেক্টর আক্তার ফারুক, পেশকার সাইফুল ইসলাম, সদর থানার অফিসার-সহ সঙ্গীয় র্ফোস।
সে সময় আদালত জানায় জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।