Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১ মে, ২০১৭:  47কোনো এক রহস্যজনক কারণে নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ থেকে সরে দাঁড়িয়েছেন কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে কী কারণে সরে গেলেন তা স্পষ্ট করে বলেননি কলকাতার এ অভিনেতা।

এ ছবিতে একজন চলচ্চিত্র পরিচালকের চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। এ ব্যাপারে নায়ক আলমগীরও কিছু জানেন না বলে জানিয়েছেন। তবে প্রসেনজিতের অভিনয় না করার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রসেনজিতের সরে দাঁড়ানোতে এ চরিত্রে অভিনয় করবেন আলমগীর নিজেই। এদিকে প্রসেনজিতের বিপরীতে অভিনয়ের কথা ছিল চিত্রনায়িকা পূর্ণিমার। তিনিও সরে দাঁড়িয়েছেন ছবিটি থেকে।

এ বিষয়ে পূর্ণিমা বলেন, ‘শুরুতে প্রসেনজিৎ যে চরিত্রটিতে অভিনয় করার কথা জানিয়েছিলেন সেটি এখন আলমগীর সাহেব নিজেই করবেন। তার বিপরীতে অভিনয় করলে দর্শক গ্রহণ করবেন বলে মনে হয় না। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও ছবিটি করা হচ্ছে না।’

ছবিটিতে অন্য দুটি চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও কলকাতার পাওলি দাম।

উল্লেখ্য, ‘একটি সিনেমার গল্প’ আলমগীর পরিচালিত ষষ্ঠ ছবি। এর আগে নির্মাণ করেছেন নিষ্পাপ, নির্মম, বৌমা, মায়ের দোয়া ও মায়ের আর্শীবাদ।

নতুন ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে আলমগীরের প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট ও ভারতের এসকে মুভিজ। তত্ত্বাবধানে থাকছে জাজ মাল্টিমিডিয়া।

নির্মাতা সূত্রে জানা গেছে সেপ্টেম্বরে মাঝামাঝি সময়ে ছবির শুটিং শুরু হবে।