Thu. Sep 18th, 2025
Advertisements

thakurgaon_dan_news_75515খােলা বাজার২৪।। সোমবার, ১ মে, ২০১৭: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নৃত্যান্ত জনগোষ্ঠি আদিবাসি স¤প্রদায়ের মাঝে সোমবার (১ মে) বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হয়। আদিযুগ ধরে বাজেবকসা (হাটপাড়া) ও ভোলাপাড়া গ্রামের নৃত্যান্ত জনগোষ্ঠি আদিবাসি স¤প্রদায়ের লোকেরা হারিকেন, কুপি জ্বালিয়ে বসবাস করে আসছিল। সুন্দরপুর ও ভোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রান ও দূর্যোগ অধিদপ্তর হতে সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ২ টি গ্রামে ৫৫টি পরিবারের মাঝে পৃথক ২টি অনূষ্ঠানে সোলার প্যানেল (সৌর বিদ্যুৎ) বিতরণ করেন। এসময় বক্তব্য রাখেন আ’লীগ যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বাকি,প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, যুবলীগ নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান,ইউপি সদস্য আব্দুল জলিল, আজাদ আলী প্রমুখ।