Mon. Sep 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ৩ মে, ২০১৭: 44কিশোরগঞ্জের পাকুন্দিয়া চরকাউনা এলাকায় মেমোরিয়াল কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র শফিকুল হাসান টুটুল (১২) হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইবুনাল বিচারক মো. আওলাদ হোসেন ভুইয়া বুধবার এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে মো. সোহাগ মিয়া (৪০), মৃত আ. করিমের ছেলে দুলাল মিয়া (৪০), বোরহান উদ্দিনের ছেলে ডালিম মিয়া (৩০) ও ইস্রারাফিলের ছেলে আমিনুল হক (২৭)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৮ অগাস্ট স্কুলে যাওয়ার পথে শিশু টুটুল অপহৃত হয়। পরে তার মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করা হয়। পরদিন টুটুলের বাবা কামাল উদ্দিন কিশোরগঞ্জ থানায় একটি মামলা করেন।

পরে চরকাউনা বাজারের পাশে একটি ঝোঁপ থেকে টুটুলের লাশ উদ্ধার করা হয়। তারপর অপহরণের মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। ওই বছরের ১১ ডিসেম্বর টুটুলদের পরিবারের ঘনিষ্ঠ প্রতিবেশী দুলাল মিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেন তদন্ত কর্মকর্তা।