খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭: রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইস্টার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ অর্জন করেছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)—এর স্বীকৃতি। বিভাগটির সব শিক্ষার্থী এই স্বীকৃতি পাবেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, অ্যাডমিশন কমিটির চেয়ারম্যান মো. আলী আজ্জম, উপাচার্য আবদুর রব, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন মো. নুরুল ইসলাম, ইইই বিভাগের চেয়ারপারসন মির্জা গোলাম রাব্বানী, সিএসই বিভাগের চেয়ারপারসন মো. মাহফুজুর রহমান, রেজিস্ট্রার আবুল বাশার খান প্রমুখ।