Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭:  21 নোয়াখালীতে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে নৃত্য উৎসব পালিত হয়েছে। নৃত্য উৎসবে জেলার বিভিন্ন নৃত্য শিল্পী সংগঠনের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

বুধবার (০৩ মে) রাতে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আয়োজিত নৃত্য উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা নোয়াখালীর সভাপতি বানী সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, সাংবাদিক সামছুল হাসান মিরন, মেজবাউল হক মিঠু, জেলা কালচারাল অফিসার মোহাম্মদ ফয়েজ আহম্মদ, সংগঠনের সাধারণ সম্পাদক সজল মজুমদার।

পরে নৃত্য উৎসবে পরিবেশিত নৃত্যে বিজয়ী নৃত্য শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।