Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ৬ মে, ২০১৭: 14বর্তমান ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী কোঁকড়া চুলের প্রতি তরুণীদের আকর্ষণ একটু অন্যরকম। তবে এই চুল সামলাতে যে কত বিড়ম্বনা পোহাতে হয় তা কেবল কোঁকড়া চুলের মেয়েরাই জানেন। সহজেই চুলে জট লাগা, চুলপড়া, আগা ফাটা ইত্যাদি সমস্যা কোঁকড়া চুলের মেয়েদের বেশি হয়। কোঁকড়া চুলের যত্নে কিছু পরামর্শ জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা। চলুন এক নজর দেখি পরামর্শগুলো।

১. সঠিক শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার

সাধারণ চুলের চেয়ে কোঁকড়া চুলে বিশেষ পরিচর্যা প্রয়োজন। আর তাই চুলের ধরন বুঝে সঠিক শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা দরকার। যেসব শ্যাম্পুতে ঝাঁজালো ক্যামিকেল ও অ্যালকোহল থাকে সেগুলো এড়িয়ে প্রাকৃতিক তেল ও ময়েশ্চারাইজার মিশ্রিত মৃদু শ্যাম্পু ব্যবহার করুন। এতে চুল ভালো থাকবে।

২. সঠিক উপায়ে কন্ডিশনার ব্যবহার

চুলের রুক্ষতা ও চুলপড়া রোধে কন্ডিশনার খুবই কার্যকর। তাই চুলকে আর্দ্র ও মসৃণ রাখতে কন্ডিশনার ব্যবহার করুন। চুলের আগায় কন্ডিশনার দিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩. চুল ধুতে ঠান্ডা পানি ব্যবহার

কোঁকড়া চুল ধুতে সব সময়ই ঠান্ডা পানি ব্যবহার করুন। হট বাথ নেওয়ার সময় চুল শাওয়ার কেপ দিয়ে ঢেকে রাখুন।

৪. এন্টি ফ্রিজ-সিরাম ব্যবহার

ভালো মানের এন্টি-ফ্রিজ সিরাম ব্যবহার করে চুলকে ঝরঝরে রাখুন। কারণ, কোঁকড়া চুলে খুব সহজেই জট হয়।

৫. বার বার চুল আঁচড়াবেন না

বারবার চুল আঁচড়ালে কোঁকড়াভাব কখনই সোজা হয় না। বরং চুলপড়া বেড়ে যায়। আর কোঁকড়া চুলের জন্য বড় দাঁতের চিরুনি ব্যবহার করুন।