Wed. Sep 17th, 2025
Advertisements

4kখােলা বাজার২৪।। রবিবার, ৭ মে, ২০১৭: ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

শনিবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। পেটে সমস্যা শুরু হলে নীলুকে হাসপাতালে নেয়া হয়। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে দুদিন লাইফ সাপোর্টে থাকার পর মারা যান তিনি।

মৃত্যুকালে শওকত হোসেন নীলুর বয়স হয়েছিল ৬৫ বছর।অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত নীলুর বড় মেয়ে দেশে এলে সোমবার তার মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।

এর আগে রাজধানীর ইব্রাহীমপুরে নিজ বাসভবনের পাশে প্রথম নামাজে জানাজার পর পুরানা পল্টনে দলের কার্যালয়ের সামনে নেয়া হবে।

সোমবার আসর নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। বর্তমানে নীলুর মৃতদেহ স্কয়ার হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে।