Tue. Sep 16th, 2025
Advertisements

29kখােলা বাজার২৪।। রবিবার, ৭ মে, ২০১৭: ৩০০ আসনে ৯০০ প্রার্থী থাকার দাবি করে বিএনপি মহাসচিবের দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এতদিন তারা সহায়ক সরকার, লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেছেন। এরপর ফখরুল সাহেব বললেন, তিনশ’ আসনে তাদের নয়শ’ প্রার্থী আছে। এর ফল কি?

কাদের বলেন, এর ফলাফল হল তাদের একের পর এক ব্যর্থ সাংগঠনিক সফর। প্রতিদিন মারামারি হচ্ছে, কেন্দ্রীয় নেতাদের সামনে। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধুর বই বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ২০তম সম্মেলনের পর কেন্দ্রীয় নেতাদের সামনে আমাদের কোন প্রতিনিধি সম্মেলনে মারামারি হয়নি। চট্টগ্রামে আপনারা, আওয়ামী লীগের প্রতিপক্ষরা চাতক পাখির মত তাকিয়ে ছিল। কি জানি কি হয়। কিন্তু আমাদের প্রতিনিধি সম্মেলন শৃঙ্খলভাবেই শেষ হয়েছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, পুলিশ বাধা দিচ্ছে না বলে, নিজেরা যে নিজেদের বাধা দিচ্ছেন; সভা পণ্ড করছেন সেটা বলেন। আপনারাই বলছেন দলে সরকারের এজেন্ট আছে, রোজ মারামারি করছেন। কেউ কাউকে বিশ্বাস করছেন না।