Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ৭ মে, ২০১৭: সাভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, অজ্ঞাত এক ব্যাক্তি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকলে একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং সে রাস্তার মাঝে ছিটকে পরে যায়। পরে পিছন থেকে আসা অপর একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, নিহতের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে ও মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।