Wed. Sep 17th, 2025
Advertisements

10খােলা বাজার২৪।। সোমবার, ৮ মে, ২০১৭: বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন মাইকেল ফোলি।

আর গত অক্টোবর থেকে অস্থায়ী সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসা পেটার-বি ফারবার্গ কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গতবছর ১ নভেম্বরে রাজীব শেঠির কাছ থেকে অস্থায়ী সিইও হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছিলেন ফারবার্গ। ছয় মাসের মাথায় তাকে বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে সিইও হিসেবে মাইকেল ফোলির নাম ঘোষণা করা হল।

গ্রামীণফোন জানিয়েছে, ছাপ্পান্ন বছর বয়সী ফোলির এই নিয়োগ আগামী ২৬ মে থেকে কার্যকর হবে। উপ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সঙ্গে পাবেন ইয়াসির আজমানকে।

আজমান গ্রামীণ ফোনের প্রধান বিপণন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করবেন। রোববার পরিচালনা পর্ষদের ১৭৭তম সভায় এসব নিয়োগ চূড়ান্ত করা হয় বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।