Wed. Sep 17th, 2025
Advertisements

13খােলা বাজার২৪।। সোমবার, ৮ মে, ২০১৭: দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা দলের কোচ হওয়ার একটা গুঞ্জন ওঠেছিল। কিন্তু তা না হলেও নতুন কোচের চাকরি পেয়েছেন আর্জেন্টাইন এ কিংবদন্তি। রোববার সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ফুজাইরাহ এফ সি তাদের দলের প্রদান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ম্যারাডোনাকে।

দলটি আরব আমিরাতের দ্বিতীয় স্তরে খেলে থাকে। এর আগেও ৫৬ বছর বয়সী ম্যারাডোনা আরব আমিরাতে কোচোর দায়িত্ব পালন করেন। ২০১২ সালের জুলাইয়ে দেশটির আল ওয়াসল ক্লাব থেকে চাকরি হারানোর পর থেকে বেকারই ছিলেন বিশ্বকাপজয়ী এ অধিনায়ক। আল ফুজাইরাহ ক্লাব ম্যারাডোনার হাতে দলটির জার্সিসহ একটি ছবি সামাজিক মাধ্যম টুইটারে তুলে দিয়েছে।

আর ম্যারাডোনা তার ফেসবুক পাতায় লিখেছেন, আমি আপনাদের বলতে চাই যে, আমি আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দল আল ফুজাইরাহ ক্লাবের নতুন কোচ। ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ম্যারাডোনা ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলেরও কোচ ছিলেন।