Wed. Sep 17th, 2025
Advertisements

fire-bdখােলা বাজার২৪।। সোমবার, ৮ মে, ২০১৭: নাটোরের নলডাঙ্গা উপজেলার হরিদাখলসী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি দোকানঘরসহ মালামাল পুড়ে ভষ্মিভুত হয়েছে। এতে এসব দোকান মালিকের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে । রোববার দিবাগত রাত সোয়া একটার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু. রেজা হাসান সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নাটোর ফায়ার ষ্টেশনের ইনচার্জ রইস উদ্দিন জানান, রাতের কোন এক সময় বৈদ্যুতিক সক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এসব দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত সোয়া একটার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়লেও দুইটি মুদি দোকানের বেশি ক্ষতি হয়েছে। তিনি জানান, অগ্নিকান্ডে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এসময় এসব দোকান থেকে অন্তত সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।