Wed. Sep 17th, 2025
Advertisements

17kখােলা বাজার২৪।। মঙ্গলবার, ৯ মে, ২০১৭: ইরান আগামী ৮ বছরে ৩০ লাখ গাড়ি তৈরি করার এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে। দেশটির ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট এন্ড রিনোভেশন অর্গানাইজেশনের বিনিয়োগ পরিচালক ফারদাদ দালিরি বলেছেন, ২০২৫ সালের মধ্যে এসব গাড়ি তৈরি করা হবে। উৎপাদিত গাড়ির ৩০ ভাগ গাড়ি রফতানি করা হবে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মোটর ভেইকেল ম্যানুফাকচারস বলছে ইরানে গত বছর ১০ লাখ ৭৪ হাজার কার ও ৯০ হাজার ৭১০টি বাণিজ্যিক যানবাহন তৈরি করে এবং এ শিল্পের প্রবৃদ্ধি হচ্ছে ১৮ দশমিক ৬ ভাগ। এ প্রবৃদ্ধি হার অব্যাহত থাকলে ২০২৫ সালের মধ্যে দেশটি ৪০ লাখ বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করবে। গত ফার্সি অর্থবছরে ইরানের গাড়ি উৎপাদকরা ইরাক, আলজেরিয়া, লেবানন, তুর্কমেনিস্তান ও সিরিয়ায় ৩৬ দশমিক ৬ মিলিয়ন ডলার মূল্যের গাড়ি রফতানি করেছে। ফিনান্সিয়াল ট্রিবিউন