Wed. Sep 17th, 2025
Advertisements

38kখােলা বাজার২৪।। মঙ্গলবার, ৯ মে, ২০১৭: ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার নওয়াপাড়ায় সোমবার (০৮.০৫.১৭) সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান এমপি। এ উপলক্ষে নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় এমপি আব্দুর রহমান বলেন, এই মহিলা কলেজটি অত্র এলাকার নারী শিক্ষার উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করবে। তিনি কলেজের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা আ’লীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, যুগ্ম সম্পাদক ও আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান প্রমুখ।