খােলা বাজার২৪।। বুধবার, ১০ মে, ২০১৭: ময়মনসিংহের ত্রিশালে পাওয়ার আইটি অর্গানাইজেশনের আয়োজনে এস এস সি ও সমমান জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার নজরুল ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পাওয়ার আইটি অর্গানাইজেশনের চেয়ারম্যান ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ত্রিশাল সার্কেল আল-আমীন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজাফর রিপন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ কমার্স কলেজের চেয়ারম্যান আবু মোঃ সায়েম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমার্স কলেজের অধ্যক্ষ এখলাছ উদ্দিন খান, নজরুল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল বার্তা সম্পাদক শামীম আজাদ আনোয়ার, পাওয়ার আইটি অর্গানাইজেশনের মহা-পরিচালক জিম্মানুল আনোয়ার, নির্বাহি পরিচালক হুমায়ুন কবীর, পরিচালক রায়হান উদ্দিন সোহাগ, দুর্জয় ইসলাম প্রমুখ।