Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ১০ মে, ২০১৭: 55আশানুরূপ লিচুর এবার লিচুর ফলন না হওয়ায় এবার হতাশ ‘লিচুর রাজধানী’ খ্যাত পাবনার লিচু চাষিরা। ফলন বিপর্যয়ের জন্য প্রকৃতির বিরূপতাকেই দায়ী ভাবছেন চাষিরা আর লিচু গাছে মুকুল কম এলেও এবার লিচু চাষ বৃদ্ধির ফলে ফলন বেশি হবে বলছেন কৃষি বিভাগ।
জানা গেছে, পাবনার ঈশ্বরদীর জয়নগর, রূপপুর, আওতাপাড়া, দাশুড়িয়া, বক্তারপুর, ভারুইমারিসহ উপজেলার ২০টি গ্রামের যে দিকেই চোখ যাবে সেদিকেব শুধু লিচু বাগান। জয়নগর গ্রামের লিচু চাষি মুকুল হোসেনের পাঁচ বিঘা লিচু বাগানে এবার অধিকাংশ গাছেনই মুকুল না আশায় হতাশ হয়ে পড়েছেন।
একই এলাকার হাসান আলীর ১৮ বিঘা জমির লিচু বাগান। তার বাগানে প্রতি বছর ১০ লাখ টাকার লিচু বিক্রি হলেও এবার মুকুল না আশায় দুই লাখ টাকার লিচুও হবে কি না তা নিয়ে হতাশ তিনি।
এই লিচু চাষি বলেন, শুধু তারই বাগান নয় উপজেলার অনেক চাষিই এবার ব্যাপক লোকসানে পড়েছেন।
লিচু চাষি মুকুল হোসেন ঢাকাটাইমসকে বলেন, গাছে যে ফল আছে তার পরেও প্রাকৃতি দুর্যোগ ঝড় ও শিলাবৃষ্টির ফলে লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগেও আশংকায় করছেন তারা।
লিচু ব্যবসায়ীরা বলছেন, এবার বাগানে লিচু কম হওয়ায় বাজারে লিচুর ব্যাপক দাম হবে। তারা বলছেন, যেহেতু ফলন কম, সেই কারণে বাগানও কিনতে হয়েছে বেশি দামে। সেই কারণে অন্যান্য বছরের তুলনায় দাম বৃদ্ধি পাবে।
পাবনা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভূতি ভূষন সরকার ঢাকাটাইমসকে বলেন, এবার ফলন কম হলেও লিচু চাষ বৃদ্ধির ফলে ফলন বেশি হবে। তবে গত বছরের তুলনায় এবার উৎপাদন বাড়বে বলে দাবি কৃষি বিভাগের এই কর্মকর্তার।
কৃষি বিভাগ জানায়, পাবনা জেলায় এবার প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। গত বছর উৎপাদন ছিল ৩৩ হাজার মে.টন।