Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ১১ মে, ২০১৭:  আটটি সাধারণ বোর্ডসহ দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদনের শেষ দিন আজ বৃহস্পতিবার।

গত ৪ মে প্রকাশিত এসএসসি পরীক্ষায় যাদের ফলাফল মনপুত হয়নি তাদেরকে ৫ মে থেকে পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ দেওয়া হয়।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য মতে, শুধু রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাচ্ছে।

ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর আবার একটি স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে।

আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখতে হবে, এরপর ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সকল বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ২৫০ টাকা ফি কাটা হবে।

একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট বোর্ডসমূহ পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে সংশ্লিষ্ট যোগাযোগ নম্বরে পাঠিয়ে দেবে।