Wed. Sep 17th, 2025
Advertisements

19kখােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ১১ মে, ২০১৭: বহুল আলোচিত কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কু শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করান।

নির্বাচনে জয়লাভের পর বিএনপি দলীয় এই প্রার্থীর বিরুদ্ধে কিছুদিন আগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় মনিরুল হক সাক্কু পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

এর আগে গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মনিরুল হক সাক্কু।