Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার , ১৩ মে, ২০১৭:  51 রাজধানীর বনানীতে দুই তরুণীসহ সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল মজিদ বলেন, ‘দেশব্যাপী ধর্ষণের মতো জঘন্য ঘটনার প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমেছি। যারা এই জঘন্য অপরাধ করেছে এবং যারা অপরাধীদের সাহায্য করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেই সঙ্গে যে পুলিশ বাহিনী ও ক্ষমতাসীন বিভিন্ন নেতৃত্ববৃন্দ অর্থের বিনিময়ে এ বিচারকার্যকে ব্যাহত করার অপচেষ্টা করছে তাদেরও বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কনি ইসলাম বলেন, ‘ধর্ষণের মতো একটি নিকৃষ্ট কাজও এখন সচরাচর ঘটে যাচ্ছে। একজন ধর্ষক যখন কাউকে ধর্ষণ করছে তখন সে জেনেই করছে যে তার পেছনে একটা শক্তি রয়েছে। যে ধর্ষিত হচ্ছে সে পুলিশের কাছে যাবে না বা গেলেও বিচার পাবে না। বিচারহীনতার যে সংস্কৃতি চলছে এ কারণের একজন ধর্ষণ বারবার সাহস পাচ্ছে। একজন ধর্ষকের যদি সত্যিকার অর্থে বিচার হয়, সে যদি জানে সে ধর্ষণ করার পর বিচার হবে, তাহলে সে ধর্ষণ করার সাহস পেতো না। তাই বলাই যায় বিচারহীনতার কারণেই ধর্ষণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’

আন্তজার্তিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদা মিতুল ইভার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ফাবাস্সির হক, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাশেদ রিমন প্রমুখ। মানববন্ধনে একাত্বতা ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। এসময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।