Wed. Sep 17th, 2025
Advertisements

26kখােলা বাজার২৪।। রবিবার , ১৪ মে, ২০১৭:রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে ১০ বোতল মদ পেয়েছেন শুল্ক গোয়েন্দার একটি দল। তিনটি কার্টনে এসব মদের বোতল রাখা ছিল। সেগুলো জব্দ করা হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে মদের বোতলগুলো জব্দ করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হোটেলটিতে অভিযান চলছিল। বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আলোচনায় আসা হোটেলটির প্রতিটি কক্ষে তল্লাশি চালানো হচ্ছে।

শুল্ক বিভাগের বিভাগীয় পরিচালক সিফাত মরিয়ম ও শুল্ক গোয়েন্দার মোহাম্মদ শফিউর রহমান অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। যে মদের বোতলগুলো জব্দ করা হয়েছে তা শুল্ক ছাড়া আমদানি করা। মদগুলো বিদেশিদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা। কিন্তু তা হোটেল রেইন ট্রিতে বিক্রির সুযোগ নেই।

হোটেল কর্তৃপক্ষ শুক্তমুক্ত সুবিধার অপব্যবহার করে মদের বোতলগুলো বিক্রি করছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। খবর জাগোনিউজের