Wed. Sep 17th, 2025
Advertisements

33kখােলা বাজার২৪।। রবিবার , ১৪ মে, ২০১৭:নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আ.ন.ম শামছুল করিমের নেতৃত্বে একটি র‌্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় ডিপ্লোমা নার্সিং এসোসিয়েশনের সভাপতি মো.আবুল কাশেম, সাধারণ সম্পাদক সেতারা বেগম, জেনারেল হাসপাতালের সেবা তত্বাবধায়ক নাজমুন নাহার, সংগঠনের সহ-সভাপতি আলেয়া বেগম মুন্নি, যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন আক্তারসহ ডিপ্লোমা নার্সিং এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে এক আলোচনা সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আ.ন.ম শামছুল করিম নার্সেস দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।