খােলা বাজার২৪।। রবিবার , ১৪ মে, ২০১৭: মনোবিজ্ঞান বিভাগের ৯তম ব্যাচের শিক্ষার্থী রাশেদুজ্জামান হৃদয় কে সভাপতি ও গণিত বিভাগের ৯তম ব্যাচের মো. মিঠুন মিয়া কে সাধারণ সম্পাদক করে লালমনিরহাট ছাত্র কল্যাণ সমিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আগামী এক বছরের (২০১৭-১৮ ) জন্য ১৫ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান আসাদ, যুগ্ম- সাধারণ সম্পাদক নূর-এ-সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, অর্থ সম্পাদক আল আমিন শেখ, প্রচার সম্পাদক শহীদুল্লাহ নয়ন, দপ্তর সম্পাদক সজীব সরকার, মিডিয়া সম্পাদক মেহেদী হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পবিত্র রায়, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইফতেখার আলম, সমাজ কল্যাণ সম্পাদক শুভ্রদেব, প্রকাশনা সম্পাদক মিলন, ছাত্রী বিষয়ক সম্পাদক ইতি রাণী রায়।
সাবেক সাধারণ সম্পাদক আদাম শফিউল্ল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের মাননীয় সাংসদ জনাব নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আসনের মাননীয় সাংসদ ইঞ্জিনিয়ার আবু সালেহ মো. সাঈদ, নায়েমের মহাপরিচালক মো. হামিদুল হক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ছাত্র কল্যাণ সমিতির উপদ্রেষ্টা মিজানুর রহমান মিজান, ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি এ এস এম ইবনে জাবের সাহিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ফারুক জলিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নীল দলের সভাপতি ড.আইনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন কমিটির সাবেক সভাপতি জাকির হোসেন সোহেল।
এছাড়া অনুষ্ঠানে জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মুনমুন মাশরাফি, বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুষার কিবরিয়াসহ লালমনিরহাট জেলার প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।