Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার , ১৫ মে, ২০১৭: 51আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলগুলোর সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে বিস্তর। অংশগ্রহণকারী দলগুলোর শক্তি ও সামর্থ বিশ্লেষন করছেন ক্রিকেটবোদ্ধারা। তবে আসন্ন এ আসরে সবার দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। কেউ কেউ আন্ডারডগ মনে করছেন টাইগারদের। আবার কেউ বলছেন অনেক দূর এগুতে পারবেন মাশরাফিবাহিনী। তবে অন্যদের মতো আলোচনা-সমালোচনা নয়, বরং বাংলাদেশ শিবিরকে সতর্ক করলেন অস্ট্রেলিয়ার চায়নাম্যান স্পিনার ব্র্যাড হগ।

ক্রিকেট বিশ্বের গুরুত্বপূর্ণ এই আসরকে সামনে রেখে তিনি টাইগারদের সতর্ক করে দিয়ে বলেন, ‘বৈরী আবহাওয়া ভোগাতে পারে বাংলাদেশকে।’ তিনি ভারতীয় পত্রিকা ডেকান ক্রনিক্যালে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ ইংল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সংগ্রাম করবে। সেখানে এই কাজটা তাদের জন্য অনেক কঠিন হবে।’

শিরোপা জিতবে কোন দল? ব্র্যাড হগ এগিয়ে রাখলেন স্বদেশ অস্ট্রেলিয়াকেই। তবে ভারত ও দক্ষিণ আফ্রিকারও সম্ভাবনা দেখছেন এই খেলোয়ার। তিনি বললেন, ‘অস্ট্রেলিয়া শিরোপা জয়ের যোগ্যতা রাখে। ভারতও অনেক প্রতিদ্বন্দ্বীতা করবে। দক্ষিণ আফ্রিকাও তালিকায় থাকবে।’