Wed. Sep 17th, 2025
Advertisements

3kখােলা বাজার২৪।। মঙ্গলবার , ১৬ মে, ২০১৭: এসএসসি পরীক্ষার ফল চ্যালেঞ্জ করেছে আড়াই লাখ শিক্ষার্থী। এছাড়া শিক্ষা বোর্ডগুলোতে প্রায় পাঁচ লাখ উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদন জমা পড়েছে। আবেদনকারী শিক্ষার্থীদের বেশিরভাগই ৭৯ ও ৩২ নম্বর পেয়েছেন। পুনর্নিরীক্ষণ আবেদন আগামী ৩০ মে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এতে নম্বরপত্রের পরিবর্তন এলে কলেজে ভর্তিতেও তা সমন্বয় করা হবে।

এসএসসি পরীক্ষায় এবারে পাশের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। মোট পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন শিক্ষার্থী। জিপিএ- ৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ পরীক্ষার্থী। তিন ক্ষেত্রেই অন্য বছরের ফল খারা হয়েছে এবার।

বোর্ড কর্তৃপক্ষ বলছে, জিপিএ পদ্ধতি শুরুর ১৭ বছরে মধ্যে এবারই প্রথম নম্বর দেখানো হয়েছে। আর এতে, ৭৯ ও ৩২ নম্বর পাওয়াদের আবেদন পড়েছে বেশি। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্যে, ঢাকা বোর্ডে আবেদন ৫৫ হাজার ৩৩০, কুমিল্লায় ৩০ হাজার ২৪০, সিলেটে ১০ হাজার ৬৮, রাজশাহীতে ১৭ হাজার ৭১৪, দিনাজপুরে ৩৭ হাজার ৩৯৭ এবং বরিশালে আবেদনকারীর সংখ্যা ২০ হাজার ২৩৯ জন। ৩০শে মে দেয়া হবে পুনর্নিরীক্ষনের ফল। এতে যেসব শিক্ষার্থীর ফলে পরিবর্তন আসবে কলেজ ভর্তির সময় তা সমন্বয় করা হবে বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড।