Thu. Sep 18th, 2025
Advertisements

46-7খােলা বাজার২৪।। মঙ্গলবার , ১৬ মে, ২০১৭: কামরুল হাসান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃঠাকুরগাঁওয়ে বিএডিসি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরুবকেয়া বেতনসহ ৩ দফা দাবি আদায়ের লক্ষে ঠাকুরগাঁওয়ে কর্মবিরতি শুরু করেছে বিএডিসি শ্রমিকরা।

মঙ্গলবার সকাল থেকে বিএডিসির সকল কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে তারা।
কর্মবিরতি চলাকালে জেলা শহরের শিবগঞ্জ বিএডিসি’র মুল ফটকে উপস্থিত হয়ে শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ বক্তারা বলেন, জানুয়ারী মাস থেকে মে মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছেন না। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ করা না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন তারা।
এর আগে কর্মরত শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিএডিসি চত্বর প্রদক্ষিণ করে। কর্মবিরতির কারনে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে।
এ বিষয়ে বিএডিসির উপ-পরিচালক নাজিম উদ্দিন শেখ জানান, তাদের পাওনা টাকার বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে,দ্রুত তারা টাকা পাবে বলে আশা করছি ।