Wed. Sep 17th, 2025
Advertisements

71খােলা বাজার২৪।। মঙ্গলবার , ১৬ মে, ২০১৭:  বাস্তব জীবনের সফল জুটি পপ তারকা শাকিরা ও বার্সেলোনার স্টাইলিশ ফুটবলার জেরার্ড পিকে। তাদের বাস্তব জীবনের রসায়ন এবার উঠে এল মিউজিক ভিডিওতে।

দুই লাভবার্ডের কেমিস্ট্রি দেখতে বিশ্বব্যাপী ভক্তরাও হুমড়ি খেয়ে পড়েছে। বিশ্বব্যপী প্রায় ২০ কোটি দর্শক ইতোমধ্যেই গানটি দেখে নিয়েছে ইউটিউব থেকে।

১২ মে শাকিরার নতুন একটি গানের ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়। ‘মে এনামোর’ গানটিতে শাকিরাকে দারুণ আবেদনময়ী ভাবে উপস্থাপন করা হয়। মিউজিক ভিডিওটির একেবারে শেষ মুহুর্তে দেখা যায় বার্সোলোনার সুপারস্টার পিকে কে।

২০১০ বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের শ্যুটিং থেকেই পিকে-শাকিরার মন দেয়া নেয়া শুরু হয়। শাকিরা-পিকে দম্পতির মিলান ও শিশা পিকে নামে দুটি সন্তান আছে। ফক্সস্পোর্টস।