Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার , ১৬ মে, ২০১৭: 91তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ বিশ্বব্যাপী এখন সাইবার হামলার আতঙ্ক বেড়ে যাওয়ায় চলমান হামলা থেকে নিজেদের রক্ষার জন্য কিছু নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে।

আইসিটি জানায়, র‌্যানসমওয়্যার ভাইরাস ক্রিপ্টের মাধ্যমে বিশ্বব্যাপী সাইবার হামলা চালানো হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিটি বিভাগ এই হামলা থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ডাটা ব্যাকআপ সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করাসহ কয়েকটি পরামর্শ দিয়েছে। এতে ডেটারেগুলার ব্যাকআপ নিতে এবং নিরাপদে অন্য কোথাও রেখে দিতে বলা হয়।

উইন্ডোজ চালিত কম্পিউটার হালনাগাদ করতে বলা হয়েছে। অজ্ঞাত উৎস থেকে র‌্যানসমওয়্যার টুল ডাউনলোড করা যাবে না এতে নতুন করে সাইবার হামলা হতে পারে।

অযাচিত বা সন্দেহজনক ঠিকানা হতে আগত ই-মেইল এর সোর্স যাচাই না করা পর্যন্ত সেগুলির ভিতরে থাকা লিংকগুলিতে ক্লিক করা উচিৎ না। সর্বদা সিস্টেমে একটি সক্রিয় হালনাগাদ অ্যান্টি-সিকিউরিটিতে স্যুচ চালু রাখতে হবে।