Mon. Sep 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার , ১৭ মে, ২০১৭: 5বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতামূলক চুক্তি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা) কাউন্সিলের তৃতীয় বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উচ্চ পর্যায়ের এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু। প্রতিনিধিদলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকসহ ২১ সদস্য অংশ নেন। অন্যদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাটসহ ১৫ সদস্যের যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ মার্ক লিন্সকট।

বাংলাদেশের পক্ষ থেকে এ বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার প্রবেশাধিকার সহজীকরণ, বাংলাদেশি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, টেকনোলজি ট্রান্সফার, ডিজিটাল ইকোনমি, বাংলাদেশের ভৌত অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।

অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশে শুল্ক ও অশুল্ক বাধা কমানো, ওষুধ আমদানি প্রক্রিয়া স্পষ্টকরণ, মেধাস্বত্ব সংরক্ষণ, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা ও এনার্জি সেক্টরে বিনিয়োগ, চুক্তি বলবৎকরণ, সরকারি ক্রয় পদ্ধতি ও লেবার ইস্যুতে আলোচনা হতে পারে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সর্ববৃহৎ একক রফতানি বাজার। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ থেকে দেশটিতে ৬২২ কোটি ডলার মূল্যের পণ্য রফতানি হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রায় ১০০ কোটি ডলার মূল্যের পণ্য আমদানি হয়েছে।

২০১৩ সালের ২৫ নভম্বের বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে টিকফা স্বাক্ষর হয়। চুক্তিটি সইয়ের পর ২০১৪ সালের ২৬ এপ্রিল টিকফার প্রথম সভা ঢাকায় অনুষ্ঠিত হয়। এর দ্বিতীয় সভাটি হয় ২০১৫ সালের ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। এরই ধারাবাহিকতায় আজ ঢাকায় সকাল সাড়ে ৯টায় টিকফার তৃতীয় সভা শুরু হয়, যা শেষ হবে বিকাল সাড়ে ৫টায়। এরপর বাণিজ্য সচিব, পররাষ্ট্র সচিব এবং শ্রম ও কর্মসংস্থান সচিব সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করবেন।