Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার , ১৭ মে, ২০১৭: 13ইউ১১ নামে নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচন করেছে এইচটিসি। বাজারের অন্যান্য স্মার্টফোনের সঙ্গে ডিভাইসটির ভিন্নতা হল নিংড়ানো যাবে এটি।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, স্মার্টফোনটি বিভিন্নভাবে নিংড়ানোর মাধ্যমে ভিন্ন ভিন্ন কাজ করা যাবে।

গ্লাস ও ধাতুর তৈরি ইউ১১ স্মার্টফোনটির পাশগুলোতে চাপ সংবেদনশীল সেন্সর রয়েছে। ফলে বিভিন্নভাবে নিংড়ানোর মাধ্যমে ক্যামেরা, গুগল ভয়েস অ্যাসিস্টেন্ট বা ফ্ল্যাশলাইট চালু করা যেতে পারে এতে। আর ক্যামেরা চালু করা থাকলে ছবি তোলা যাবে এর মাধ্যমে। নতুন এই ফিচারকে বলা হচ্ছে ‘এজ সেন্স’।

শুরুতে নতুন এই ফিচারটি আরামদায়ক মনে না হলেও সময়ের সঙ্গে এটি মানিয়ে নেওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে এর মাধ্যমে আরও বেশি কাজ করা যাবে বলেও দাবী করছে স্মার্টফোন নির্মাতা তাইওয়ানিজ প্রতিষ্ঠানটি। নিংড়ানোর কথা বলা হলেও ডিভাইসটি প্রকৃত অর্থে বাঁকানো যায় না বলে উল্লেখ করা হয়।

বাহ্যিক দিক থেকে আগের বছরের ইউ আল্ট্রা ডিভাইসের মতোই রাখা হয়েছে ইউ ১১। স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর এবং কোয়াড এইচডি পর্দা ব্যবহার করা হয়েছে এতে।

চার জিবি র‍্যামের সঙ্গে ৬৪ জিবি স্টোরেজ রয়েছে ডিভাইসটিতে। চাইলে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে।

১২ মেগাপিক্সেল ক্যামেরা আর ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে ইউ১১-এ। আর পানি ও ধুলা নিরোধী আপি৬৭ রেটিং দেওয়া হয়েছে ফোনটিকে।

চলতি বছরের ৯ জুন ডিভাইসটি বাজারে আসার কথা রয়েছে। ৬৪৯ মার্কিন ডলারে ডিভাইসটি প্রি-অর্ডার করা যাবে বলে জানানো হয়েছে।