Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25খােলা বাজার২৪।। বুধবার , ১৭ মে, ২০১৭:  গতকাল (১৬ মে, ২০১৭) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পরিবেশ বিজ্ঞান বিভাগে আউটকাম বেইসড ক্যারিকুলাম ডেভেলপমেন্ট এর উপর সারাদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য প্রফেসর ড. কে. মউদুদ ইলাহী, সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. আহামেদ কামরুজ্জামান মজুমদার এবং কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে মূল আলোচনা করেন ইউনিভার্সিটির ওছঅঈ-এর ডিরেক্টর প্রফেসর ড. মো. শহীদুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষকদের পাঠদানের মান উন্নত করলে এই কর্মশালা সফল ও স্বার্থক হবে। বিশেষ অতিথি বলেন, আউটকাম বেইসড ক্যারিকুলাম ডেভেলপমেন্ট একটি সিস্টেমেটিক এ্যাপ্রোস এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কোয়ালিটি পাঠদান করা হয়। সভাপতি বলেন, এই কর্মশালার মাধ্যমে পরিবেশ বিজ্ঞান বিভাগের ভিশন ও মিশন নির্ধারণ করা হয়। উক্ত কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।