খােলা বাজার২৪।। বুধবার , ১৭ মে, ২০১৭: শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণার মানোন্নয়নে পৃথিবীর অন্য বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষা সমন্বয় কার্যক্রম চালুর মাধ্যমে অচিরেই বাংলাদেশের লাইট হাউজ হিসেবে গড়ে উঠবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।
বুধবার (১৭ মে) সকাল ১১টায় নোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এমন বক্তব্য প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। সম্প্রতি তিনি ১৪ দিনের সরকারি সফরে ইউরোপ গমনের সফলতা তুলে ধরে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, নোয়াখালীর বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিকস্ মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও নোবিপ্রবি’র বিভিন্ন বিভাগের শিক্ষকগন অংশগ্রহণ করেন।
এসময় নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, ইউরোপ গমনকালে তিনি চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের ইউনিভার্সিটি অব সাউথ বোহেমিয়া’য় অনুষ্ঠিতব্য ‘সায়েন্টিক কনফারেন্স’ এ যোগ দেন এবং নোবিপ্রবি’র সঙ্গে ‘শিক্ষা সমঝোতা চুক্তি’ স্বাক্ষর করেন।
২৯ এপ্রিল থেকে ০৭ মে ফ্রান্সের প্যারিস, ইতালির রোম এবং স্ইুজারল্যান্ডের জেনেভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, মতবিনিময় অনুষ্ঠান ও সৌজন্য সাক্ষাতে অংশ নেন তিনি। শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণার মানোন্নয়নে পৃথিবীর অন্য বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষা সমন্বয় কার্যক্রম চালু করতেই তাঁর এবারের ইউরোপ সফর।
উপাচার্য বলেন, একাডেমিক কার্যক্রমকে বিশ্বমানের করার পাশাপাশি তিনি ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন কর্মকা- পরিচালনা করে যাচ্ছেন। নোবিপ্রবিকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়তে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যুগান্তকারী প্রজেক্ট বাস্তবায়নের পাশাপাশি নানামুখী উদ্যোগ ও ভবিষ্যত কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন তিনি।
তারই অংশ হিসেবে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুদজ্জামান তাঁর ইউরোপ সফরকালীন সময়ে ইতালির রোমে নোবিপ্রবি’র লিফট প্রস্তুতকারি প্রতিষ্ঠান সরেজমিনে পরিদশর্ন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নোবিপ্রবির চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন উপাচার্য।