Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ২০ মে, ২০১৭:  52নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ মিড ডে মিল কার্যক্রমের উদ্ভোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । গতকাল দুপুর ১২ টায় স্থানীয় উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে দক্ষিণ ভেড়ভেড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাহবুব এলাহী বিভাগীয় উপ পরিচালক প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগ রংপুর, বরেণ্য অতিথি ছিলেন, রশিদুল ইসলাম চেয়ারম্যান উপজেলা পরিষদ কিশোরগঞ্জ, উত্তম কুমার রায়, সহকারী কমিশনার ভুমি কিশোরগঞ্জ, নজরুল ইসলাম, শিক্ষা অফিসার বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় রংপুর বিভাগ রংপুর, মিঃ অতুল ¤্রং ,আঞ্চলিক পরিচালক নর্দান বাংলাদেশ রিজিওন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মিঃ এডভেন্ট ট্রিপল্যান্ড , সিনিয়র এডিপি ম্যানেজার বীরগঞ্জ ক্লাস্টার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আবু সায়েম লিটন চেয়ারম্যান পুটিমারী ইউনিয়ন পরিষদ ও শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক বৃন্দ প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান জানান, উপজেলার ১৭১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামুল্যে ৩৫ হাজার টিফিন বক্য্র বিতরণ করা হয়েছে। এতে করে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাবে, শিক্ষার্থীদের ঝড়ে পড়া হ্রাস পাবে, টিফিন পিরিওডের পর শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে, এবং শিক্ষার্থীদের শারিরিক ও মানষিক বিকাশ তরাণি¦ত হবে।