Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ২১ মে, ২০১৭: 28গোপাল চন্দ্র দে,ভোলা : ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত। ৩৩ পুলিশ সদস্যকে পুরুষ্কার ও সম্মাননা প্রদান।

আজ রবিবার সকাল ১০ টায় প্রতিমাসের ন্যায় ভোলা জেলা পুলিশ লাইনে জেলা পুলিশের এ সভা অনুষ্ঠিত হয়। এসময় গত এপ্রিল মাসে পুলিশ সদস্যদের পেশাগত কাজে বিভিন্ন বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখার জন্য ৩৩ জন পুলিশ সদস্যকে সনদ ও পুরষ্কারের মাধ্যমে পুরস্কৃত করেন পুলিশ সুপার মো:মোকতার হোসন।

এসময় পুলিশ সুপার মো:মোকতার হোসনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলো অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাইফউদ্দিন সাহিন, এএসপি হেড কোয়ার্টার ভোলা শেখ সাব্বির হোসন, সিনিয়র পুলিশ সুপার চরফ্যাশন সার্কেল রফিকুল ইসলাম, সিনিয়র পুলিশ সুপার তজুমদ্দিন সার্কেল শামীম কুদ্দুছ ভূইয়া সহ জেলায় কর্মরত বিভিন্ন থানা ও ফাড়ির ওসি সহ পুলিশ সদস্যরা।

এসময় পুলিশ সুপার মো: মোকতার হোসেন বলেন, ভোলায় গত একমাসে মাদক বিরোধী অভিযানের ফলে যে পরিমান মাদক আটক দ্রব্য আটক হয়েছে তা গত ৫ বছরের ও হয়নি। এসময় তিনি পুলিশ সদস্যদের বলেন আপনারা সৎ থাকলে কেউ অন্যায় করার সাহস পাবেনা। যদি কেউ শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে তবে সে যেই দলেরই হোকনা কেন তার জন্য বরাদ্ধ গুলি। ভোলার নৌপথে ঢাকাতদের উৎপাত রয়েছে আপনারা তাদের আটক করুন মানুষের শান্তির জন্য ওদের গুলি করার প্রয়োজন হলে তাও করুন।