Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ২১ মে, ২০১৭: 32নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত বাজেট সভায় চেয়ারম্যান তোজাম্মেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় যুব মহিলালীগের যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবাহান হারেজ, সেক্রেটারি নজরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে মোট ২ কোটি ৭ লক্ষ ৫০ হাজার ৫১৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।
বাজেটে রাজস্ব ১১ লক্ষ ৫৪ হাজার ৫১৭ আয়,ব্যয় ১০ লক্ষ ৯৩ হাজার ৭৮১। অপরদিকে রাজস্ব আয় ১১ লক্ষ ৫৪ হাজার ৫১৭, রাজস্ব ব্যয় ১০ লক্ষ ৯৩ হাজার ৭৮১।সরকার কর্তৃক উন্নয়ন ২ কোটি ৭ লক্ষ ৫০ হাজার ৫১৭ টাকা আয়, উন্নয়ন বাবদ ব্যয় ২ কোটি ৩৯ লক্ষ ৭৮১ টাকা। উদ্বৃত ৭ লক্ষ ৩২ হাজার ৭৩৬ টাকা।