খােলা বাজার২৪।। রবিবার, ২১ মে, ২০১৭: মে ১৮, ২০১৭ : ‘অপরাজেয় বাংলা’র ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ১৯৭৩ সালে ছাত্র ইউনিয়নের নেতৃত্বাধীন ডাকসু’র উদ্যোগে মুক্তিযুদ্ধের অমর স্মারক ‘অপরাজেয় বাংলা’ নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই মহান উদ্যোগে ভাস্কর আব্দুল্লাহ খালিদ নিজেকে যুক্ত করেছিলেন। নানা বাধা-বিপত্তি উপেক্ষা করেই ‘অপরাজেয় বাংলা’র নির্মাণ কাজ শেষ করতে হয়েছিল। আব্দুল্লাহ খালিদ ‘বুকের মধ্যে আগুন’ নিয়েই সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করেছিলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমানে ‘অপরাজেয় বাংলা’ মুক্তিযুদ্ধের চেতনার অনন্য প্রতীকে পরিণত হয়েছে। আন্দোলন-সংগ্রামে যুগের পর যুগ ধরে এই ভাস্কর্য আমাদের প্রেরণা জুগিয়ে চলেছে। ঐতিহাসিক ও অনন্য এই ভাস্কর্যের শিল্পী আব্দুল্লাহ খালিদের নাম স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ ও বন্ধু-বান্ধবদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।