খােলা বাজার২৪।। রবিবার, ২১ মে, ২০১৭: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন।
রোববার দিনাজপুর সদর উপজেলার উত্তর গোবিন্দপুর দিনাজপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন নির্মানাধিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর উপ-সচিব ড. মোঃ আব্দুর রাজ্জাক, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আউলয়াল, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর একান্ত সচিব মোঃ রেজাউল করিম চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মাসুদ আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, শিক্ষা বোর্ডের মোঃ সারওয়ার শাওন প্রমুখ।