Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ২২ মে, ২০১৭: 53 ভোলায় ২ হাজার ১৭৫ পিস ইয়াবা সহ মোঃ আব্দুল্লাহ (২২) ও সামসুল আলম (১৯) নামের দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আজ সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরীঘাট থেকে তাদেরকে আটক করা হয়। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন এ তথ্য প্রদান করেছেন। আটক দুই যুবেকর বাড়ি কক্সবাজার জেলায়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গতকাল সকালে ভোলা থানার ওসি মীর খায়রুল কবিরের নেতৃত্বে ইলিশা ফাঁড়ি পুলিশের একটি টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এসময় মজুচৌধুরী ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি স্প্রিডবোট থেকে নামার সময় আব্দুল্লাহ ও সামসুল আলমকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা আনারস ভিতর থেকে ২১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এ ঘটনায় ভোলা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন আরও জানান, ভোলায় জঙ্গি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রনে পুলিশের এ বিশেষ অভিযান অব্যহত থাকবে।