Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৩ মে, ২০১৭: 45বিড়ি বন্ধ ঘোষনা প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার সকালে শার্শা নাভারনে র‌্যালি বিক্ষোভ মিছিল ও পথসমাবেশ করেছে বিক্ষুদ্ধ বিড়ি শ্রমিকরা। ফলে যশোর বেনাপোল ভায়া সাতক্ষিরা মহাসড়কে আটকা পড়ে হাজাও পথচারি সহ দুর পাল্লার কয়েশত বাস ও আমদানি রফতানিবাহি ট্রাক। পথসভায় আটকে পড়ে বাস ট্রাক (অবরোধ) সচলের চেষ্টাকালে বিড়ি শ্রমিকদের সাথে নাভারন সড়কে পুলিশের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে। দীর্ঘ দেড় ঘন্টা পরে পুলিশি বাধার মুখে পিছু হাটে বিড়ি শ্রমিকরা।
উল্লেখ্য,রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩০এপ্রিল(এনবিআর) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্ট্রির আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন ২বছরের মধ্যে দেশে থেকে বিড়ি বিদায় করতে চাই। এর প্রতিবাদে নাভারন বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
শ্রমিক নেতা ফজলুর রহমানের নের্তৃত্বে কয়েক হাজার নারী পুরুষ বিড়ি শ্রমিকরা বিভিন্ন দাবী দাওয়া বাস্তবায়ন সহ বিড়ি সচল রাখার দাবী জানান তারা। তাদের দাবী সিগারেট আমদানি করতে হয় বৈদেশিক মুদ্রা দিয়ে। আর বিড়ি তৈরী হয় দেশে। লাখো শ্রমিকের কর্মসংস্থান হয়।