Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৩ মে, ২০১৭: 49আগামী ৬ মাসের জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে যোগ দিয়েছেন প্রফেসর ড. মো. সফিউল আলম।
মঙ্গলবার সকালে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার পদে ৬ মাসের চুক্তি ভিত্তিক নিয়োগে যোগ দিয়েছেন প্রফেসর মো. ড. সফিউল আলম। তিনি ১৯৭৮ সালে মস্কোর প্যাট্রিস লুমুম্বা পিপল্স ফ্রেন্ডশিপ বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে এমএস এবং ১৯৮১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রী লাভ করেন।
প্রফেসর মো. ড. সফিউল আলম ১৯৮১ সালে পটুয়াখালী কৃষি কলেজে সহকারী অধ্যাপক, ১৯৯১ সালে হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে ১৯৯৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৯৬ থেকে ১৯৯৯ পর্যন্ত পটুয়াখালি কৃষি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর ডীন হিসেবে যোগদান করেন। দেশি বিদেশী জার্নালে তাঁর ৬০ টির অধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য।
১৯৫২ সালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার নাঠুয়াপাড়া গ্রামে এক সম্ভ্রাান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম তোয়াল্লেদ হোসেন ও মাতা সাহেরা খাতুন