Wed. Sep 17th, 2025
Advertisements

6kখােলা বাজার২৪।। বুধবার, ২৪ মে, ২০১৭: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সোনা উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।

গতকাল মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে আসা আমিনুল ইসলাম নামের এক যাত্রীর কাছ থেকে এক কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। আমিনুলের বাড়ি মুন্সীগঞ্জে।

রাতে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আমিনুলকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। পরে তাঁর মাথার পরচুলার ভিতর থেকে এসব সোনা উদ্ধার করা হয়। এ কায়দায় সোনা পাচারের ঘটনা এটাই প্রথম।

আটক সোনার বাজার মূল্য ৬৫ লাখ টাকা হবে বলে ধারণা করছেন শুল্ক গোয়েন্দারা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।