Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭: 18বেন্ডিং মেশিন। আধুনিক বিশ্বে তাড়াহুড়োর জীবনে অতি প্রয়োজনীয় এক যন্ত্রের নাম। যার ভেতরে টাকা ফেললেই মিলে পানীয়, খাবার এমনকি ছোট খাটো নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তবে এবার আস্তো গাড়ি বিক্রির এক ব্যতিক্রম ধর্মী বেন্ডিং মেশিন তৈরি হয়েছে সিঙ্গাপুরে। সেখানে থরে থরে সাড়ানো আছে গাড়ি। কাঁচে ঘেরা এই ১৫ তলা বেন্ডিং মেশিন থেকে সয়ংক্রিয়ভাবে গাড়ির ডেলিভারি নিচ্ছেন ক্রেতারা।
কাঁচের শো-কেস এ থরে থরে সাজানো গাড়ি। প্রথম দেখায় খেলনা গাড়ি মনে হয়। তবে ভুল ভাংতে সময় লাগে না। বহুতল এই ভবনটি আসলে বিশ্বে বড় বেন্ডিং মেশিন। নাম এইমস্। বিক্রির জন্য যাতে রাখা আছে পোরশে, লেম্বার গিনি, ফেরারি, লেক্সাস এর মতো নামি দামি ব্যান্ডের গাড়ি। মেশিনে অর্থ ফেললে সয়ংক্রিয়ভাবে মিলবে ডেলিভারি।
মাত্র ৭০০ বর্গ কিলোমিটারের দেশ সিঙ্গাপুরে মানুষের টাকার অভাব নেই। তবে অভাব জায়গার। আর গাড়ির দোকানে জায়গা বাচানোর লক্ষ্য থেকেই অভিনব এই বেন্ডিং মেশিন তৈরি করেছেন ব্যবসায়ী গ্যারি হং।
তিনি বলেন, একদিন আমি আমার ছেলের জন্য চকলেট কিনতে গিয়েছিলাম। বেন্ডিং মেশিন থেকে চকলেট নেয়ার সময় এই আইডিয়াটা মাথায় আশে। খুব অল্প জায়গায় এখন অনেক গাড়ি রাখা যায়। সবচেয়ে বড় কথা মানুষ এতে খুবই আকৃষ্ট হচ্ছে।
চকলেটবার বা পানীয় পছন্দ করার মতই ডিসপ্লেতে সব গাড়ি দেখতে পাবেন ক্রেতারা। বাটনে চাপ দিলেই মিনিটের মধ্যেই গাড়ি হাজির। দাম পরিশোধ করতে হবে কার্ডে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় সয়ংক্রিয়ভাবে। ৭০টি গাড়ি একসাথে প্রদর্শিত হচ্ছে ১৫ তলা ভবনে। সাধারন পার্কিংয়ে যার জন্য জায়গা লাগতো অন্তত ৫ গুন।
চালু হওয়ার পরপরই সিঙ্গাপুরে বেশ আলড়ন তুলেছে গাড়ির বেন্ডিং মেশিন। প্রতিষ্ঠানটির বেচা-কেনা বেড়েছে ৩০ শতাংশ। যুক্তরাষ্ট্রেও গাড়ি বিক্রির বেন্ডিং মেশিন তৈরি করেছে টারভানা নামের একটি প্রতিষ্ঠান।