Tue. Sep 16th, 2025
Advertisements

28kখােলা বাজার২৪।। শুক্রবার, ২৬ মে, ২০১৭: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

আজ শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়নের নেতৃত্বে ছাত্র সমাজ রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে সুপ্রিমকোর্টের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশ জল কামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্র ভঙ্গ করে।

এর আগে বৃহস্পতিবার মধ্য রাতে পর ভাস্কর্যটি অপসারণ করা হয়। এ সময়ও সর্বোচ্চ আদালতের ফটকের বাইরে বিক্ষোভ হয়েছে।