Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ২৭ মে, ২০১৭: 18তারকা সংগীতশিল্পী জেমস শখের বশে ছবি তোলেন- সবাই এমনটাই জানেন। এবার তার ক্যামেরায় পাওয়া গেলো নিরীক্ষাধর্মী একটি স্থিরচিত্র। মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি জেমসের সামনে তুলে ধরলেন নিজের ভিন্নরূপ।
নারীর ‘ডার্ক বিউটি’ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন জেমস ও মাহি। অনলাইনে স্থিরচিত্রটি প্রকাশের পর থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন সংশ্লিষ্টরা। স্থিরচিত্রটি প্রতিপাদ্যও নজর কেড়েছে অনেকের। সেটি হলো- ‘কালো চামড়া লজ্জার তকমা নয়, কিন্তু জাতীয় মহিমার একটি গৌরবময় প্রতীক।’
শুক্রবার বিকেলে মডেল মাহি বললেন, ‘এটি আমাদের একটি নিরীক্ষামূলক কাজ। প্রিয়াঙ্কা (শেখ প্রিয়াঙ্কা রহমান) একদিন আমাকে ফোন করে এই আইডিয়ার কথা জানালো। এর আগেও আমরা নিরীক্ষাধর্মী কাজ করেছি। ছবি তোলার ব্যাপারে জেমস ভাইকেই পছন্দ করেছিলাম। আমাদের সঙ্গে তাকে পেয়ে ভালো লেগেছে।’
মাহি জানান, সম্প্রতি জেমসের ব্যক্তিগত স্টুডিওতে ছবি তোলার কাজ হয়েছে। স্থিরচিত্রটি জেমসের তোলা হলেও মাহির এমন ‘লুক’ এনে দিয়েছেন প্রিয়াংকা ও ভুবন হাওলাদার।
কাজের অভিজ্ঞতা বর্ণনা করে মাহি বলেন, ‘পুরো মেকআপ নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছিলাম না। কিছুটা ভড়কে গিয়েছিলাম। একটু পর মনে হলো, নিজেকে দেখতে খুব ভালোই লাগছে। সত্যি বলতে আমার গায়ের রংও ঊজ্জ্বল নয়। সব মিলিয়ে এটি একটি ভালো কাজ হয়ে থাকবে, এমনটাই মনে করি।’